Powered By Blogger

Monday, July 22, 2013

এস.আই.ও হাওড়া জেলার গোমুখবেরিয়া ইউনিটের রক্তদান শিবির



এস.আই.ও হাওড়া জেলার গোমুখবেরিয়া ইউনিটের রক্তদান শিবির
২রা এপ্রিল১৩, হাওড়াঃ     এস.আই.ও হাওড়া জেলার গোমুখবেরিয়া ইউনিটের উদ্যোগে গোমুখবেরিয়া প্রাথমিক বিদ্যালয় -এ রক্তদান শিবির এর আয়োজন করা হয় রবিবার, ১লা এপ্রিল২০১৩মোট রক্তদান করেন ৩৭জন তার মধ্যে বেশ কিছু মহিলাও  রক্তদান করেন।  প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এস.আই.ও হাওড়া জেলা সভাপতি অয়ালিদ বিন রাইস রাজ্য জুনিয়র অরগানাইজার সেখ আরিফুল ইসলাম,প্রাক্তন জেলা সভাপতি সেখ মইনুদ্দিন,প্রাক্তন শিক্ষক আবুল হোসেন মোল্লা প্রমুখ
 রক্তদান শিবির শেষে বিদ্যালয়ের মাঠে এক সুস্থ রুচিবোধ সম্পন্ন কালচারাল অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এখানে পরিবেশিত সঙ্গিত,আব্ব্রিতি,নাটক,সমবেত সঙ্গিত  যাহা শিক্ষামূলক বিনোদন উপস্তিত দর্শক দের দৃষ্টি আকর্ষণ করে।

হাওরা জেলা



বিশেষ অনুষ্ঠান এর রিপোর্টঃ এপ্রিল ও মে ( দুই) মাসের।

১) সৃজন উৎসব  ঃ প্রতিযোগিতা মূলক সংস্কৃতিক অনুষ্ঠান ও সংস্কৃতিক সন্ধ্যা (তামাদদুন শিল্পী গোষ্ঠী, হাওড়া)  তারিখঃ ২৮/০৪/২০১৩,  প্রতিযোগী ও দর্শকঃ ৪০০ জন। আয়োজনেঃ মেজূটি ইউনিট। অতিথি হিসাবে উপ্সতিথ ছিলেন SIO WB রাজ্য সভাপতি মশিউর রহমান,SIO HWH জেলা সভাপতি ওয়ালিদ বিন রাইস,SIO HWH জেলা সম্পাদক কামরুজ জামাল প্রমূখ

২) সম্প্রতি উৎসব  ঃ প্রতিযোগিতা মূলক সংস্কৃতিক অনুষ্ঠান ও সংস্কৃতিক সন্ধ্যা (তামাদদুন শিল্পী গোষ্ঠী, হাওড়া) তারিখঃ ০২/০৬/২০১৩,  প্রতিযোগী ও দর্শকঃ ২৫০ জন। আয়োজনেঃ আমতা অঞ্চল।
অতিথি হিসাবে উপ্সতিথ ছিলেন SIO HWH জেলা সম্পাদক কামরুজ জামাল, SIO HWH CAMPUS SEC. আসিফ ইকবাল, SIO HWH জেলার প্রাক্তন সভাপতি সেখ মইনুদ্দিণ প্রমূখ

৩) রক্তদান শিবির ও সংস্কৃতিক অনুষ্ঠান/সন্ধ্যা (তামাদদুন শিল্পী গোষ্ঠী, হাওড়া) তাং ১/৪/১৩।
 রক্তদান শিবিরে রক্ত দান করেন ৩৮জন। সংস্কৃতিক সন্ধ্যায় দর্শকঃ ২৫০জন।আয়োজনেঃ গোমুখবেরিয়া ইউনিট) । অতিথি হিসাবে উপ্সতিথ ছিলেন SIO WB রাজ্য সভাপতি মশিউর রহমান,SIO HWH জেলা সভাপতি ওয়ালিদ বিন রাইস প্রমূখ।

৪) শিশু কিশোর উৎসবঃ আয়োজনেঃ বাগনান অঞ্চল। প্রতিযোগীঃ ৮০ জন। তাং  ৪/২০১৩।

এস আই ও হাওড়া জেলা তাজকিয়া ক্যাম্প ও ইফতার পাটি

এস আই ও হাওড়া জেলা তাজকিয়া ক্যাম্প ও ইফতার পাটি
এস আই ও হাওড়াঃ  রমযান মাসকে স্বাগত জানিয়ে এস.আই.ও হাওড়া জেলার বাবস্তাপনাই ১৩ই জুলাই২০১৩ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা তাজকিয়া ক্যাম্প এর আয়োজন করা হয়  ডোমজুর অঞ্চলের মুন্সিরডাঙ্গা ইউনিটের সরদার পাড়া জামে মসজিদে এই ক্যাম্প হয় মূলত জেলার সমস্ত মেম্বার ও সমস্ত অর্গানাইজার দের নিয়ে। দারসে কোরআন এর মাধ্যমে ক্যাম্প এর উদ্বোধন করেন জাঃইঃহিন্দের রাজ্য পরামর্শ পরিষদ এর সদস্য জনাব হেদায়েত আলি সাহেব। পরে হেদায়েত আলি সাহেব জীবন্ত কোরআনের উপর বক্তব্য রাখেন। এছাড়া জাঃইঃহিন্দের সহকারী জেলা নাযিম ডাঃ নুর আহাম্মেদ মোল্লা সাহেব রমযান এর পয়গামইসলামী আন্দোলনে সাহাবায়ে কেরামদের অবদান বিষয়ের উপর বক্তব্য রাখেন।এছাড়া এস. আই.ও রাজ্য প্রতিনিধি জনাব রমজান আলি সাহেব যাকাতের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন। ক্যাম্পে শেষ হেদায়েত দেন প্রাক্তন জেলা সভাপতি জনাব নুর আলম মোল্লা। সবশেষে এস.আই. ও হাওড়া জেলার ইফতার পাটির আয়োজন করা হয়।