Powered By Blogger

Monday, July 22, 2013

হাওরা জেলা



বিশেষ অনুষ্ঠান এর রিপোর্টঃ এপ্রিল ও মে ( দুই) মাসের।

১) সৃজন উৎসব  ঃ প্রতিযোগিতা মূলক সংস্কৃতিক অনুষ্ঠান ও সংস্কৃতিক সন্ধ্যা (তামাদদুন শিল্পী গোষ্ঠী, হাওড়া)  তারিখঃ ২৮/০৪/২০১৩,  প্রতিযোগী ও দর্শকঃ ৪০০ জন। আয়োজনেঃ মেজূটি ইউনিট। অতিথি হিসাবে উপ্সতিথ ছিলেন SIO WB রাজ্য সভাপতি মশিউর রহমান,SIO HWH জেলা সভাপতি ওয়ালিদ বিন রাইস,SIO HWH জেলা সম্পাদক কামরুজ জামাল প্রমূখ

২) সম্প্রতি উৎসব  ঃ প্রতিযোগিতা মূলক সংস্কৃতিক অনুষ্ঠান ও সংস্কৃতিক সন্ধ্যা (তামাদদুন শিল্পী গোষ্ঠী, হাওড়া) তারিখঃ ০২/০৬/২০১৩,  প্রতিযোগী ও দর্শকঃ ২৫০ জন। আয়োজনেঃ আমতা অঞ্চল।
অতিথি হিসাবে উপ্সতিথ ছিলেন SIO HWH জেলা সম্পাদক কামরুজ জামাল, SIO HWH CAMPUS SEC. আসিফ ইকবাল, SIO HWH জেলার প্রাক্তন সভাপতি সেখ মইনুদ্দিণ প্রমূখ

৩) রক্তদান শিবির ও সংস্কৃতিক অনুষ্ঠান/সন্ধ্যা (তামাদদুন শিল্পী গোষ্ঠী, হাওড়া) তাং ১/৪/১৩।
 রক্তদান শিবিরে রক্ত দান করেন ৩৮জন। সংস্কৃতিক সন্ধ্যায় দর্শকঃ ২৫০জন।আয়োজনেঃ গোমুখবেরিয়া ইউনিট) । অতিথি হিসাবে উপ্সতিথ ছিলেন SIO WB রাজ্য সভাপতি মশিউর রহমান,SIO HWH জেলা সভাপতি ওয়ালিদ বিন রাইস প্রমূখ।

৪) শিশু কিশোর উৎসবঃ আয়োজনেঃ বাগনান অঞ্চল। প্রতিযোগীঃ ৮০ জন। তাং  ৪/২০১৩।

No comments:

Post a Comment